পর্যায় সারণী মনে রাখো খুব সহজে...
রসায়নের সব থেকে দরকারি বিষয় পর্যায় সারণী । তবে এর মৌল গুলো মনে রাখা খুবই কষ্টকর। তাই চলো একটু অন্যভাবে শেখা যাক পর্যায় সারণী...
পর্যায়
সারণী মনে রাখার সহজ কৌশল
গ্রুপ 1- ক্ষার
ধাতু , যোজনীঃ ১ , বন্ধন বা হাত = ১টি, জারণ সংখ্যা = +1
H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2- মৃৎক্ষার
ধাতু, যোজনীঃ ২ , বন্ধন বা হাত = ২টি, জারণ সংখ্যা = +2
Be Mg Ca Sr Ba Ra
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
গ্রুপ 13 – যোজনীঃ
৩ , বন্ধন বা হাত = ৩ টি, জারণ সংখ্যা = +3/-3
B
Al Ga In Ti
বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে
বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে
গ্রুপ 14 – যোজনীঃ
৪ , বন্ধন বা হাত = ৪ টি, জারণ সংখ্যা = +4/-4
C
Si Ge Sn Pb
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে
গ্রুপ 15– যোজনীঃ
৩,৫ , বন্ধন বা হাত = ৩/৫ টি, জারণ সংখ্যা = +3/-3/+5/-5
N P As Sb Bi
নাই প্রিয়া আজ সবই বিরহের
নাই প্রিয়া আজ সবই বিরহের
এখানে মনে রাখতে হবে শুধুমাত্র
নাইট্রোজেন এর যোজনী শুধু ৩ হয় কখনও ৫ হয় না।
গ্রুপ 16 – যোজনীঃ
২,৪,৬ , বন্ধন বা হাত =২, ৪, ৬ টি, জারণ সংখ্যা = +2/-2/+4/-4/+6/-6
O S
Se Te Po
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
এখানে মনে রাখতে হবে শুধুমাত্র
অক্সিজেন এর যোজনী শুধু ২ হয় কখনও ৪ বা ৬ হয় না।
গ্রুপ 17 – হ্যালোজেন,
– যোজনীঃ ১ , বন্ধন বা হাত = ১ টি, জারণ সংখ্যা= -1
F Cl Br I At
ফুল কলির বাড়িতে ইট আছে
ফুল কলির বাড়িতে ইট আছে
গ্রুপ 18- নিষ্ক্রিয়
গ্যাস –– যোজনীঃ ০ , বন্ধন বা হাত = ০, জারণ সংখ্যা= ০
He Ne Ar Kr Xe Rn
হে না আর করিম যাবে রমনায়
হে না আর করিম যাবে রমনায়
ধাতুর সক্রিয়তা সিরিজ -
Li K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Cu, Hg, Ag,
Pt, Au
লিনা কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় কুলাংগার হাজি আজ পেটাবে আমায়।
লিনা কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় কুলাংগার হাজি আজ পেটাবে আমায়।
উজ্জল ধাতু – Ca Na Mg Ag Al
কা না ম্যাকাইভার আগে এল
কা না ম্যাকাইভার আগে এল
নরম ধাতু - Pb Na Ca K
পাব না কেয়া কে
পাব না কেয়া কে
D ব্লকের মৌল – Cu Mn Cr Co Fe
Ni Zn
কাজল মার্সিডিজ কারে করে ফেনী যাবে
কাজল মার্সিডিজ কারে করে ফেনী যাবে
ধন্যবাদ আপনার সুন্দর লেখাটির জন্য। আমি রসায়নে ৫ মিনিটে পর্যায় সারণি মনে রাখার কৌশল টিউটোরিয়ালটি শেয়ার করলাম। হয়ত আমার মতো অনেকের উপকার হবে। https://www.youtube.com/watch?v=WmNIUFs9-Es
ReplyDelete