Rules of tag questions
most important topic tag question এর rules গুলো ঝটপট দেখে নাও......
Tag questions?
In tag questions
we have to fill the blanks with the short forms of auxiliary verbs. Here are
all the short forms of auxiliary verbs:
am not –
aren’t might
not – mightn’t
is not –
isn’t must not – mustn’t
are not –
aren’t has not – hasn’t
was not –
wasn’t have
not – haven’t
were not –
weren’t had not – hadn’t
will not –
won’t do not
– don’t
shall not –
shan’t does
not – doesn’t
cannot –
can’t did not
– didn’t
could not –
couldn’t ought not – oughtn’t
may not –
mayn’t dare not - daren’t need not – needn’t
Tag এর বৈশিষ্ট্যঃ
১/ প্রশ্নের অসম্পূর্ণ বাক্যটি
অপরিবর্তিত রেখে সম্পূর্ণ করতে হবে।
২/ প্রদত্ত বাক্যটি ‘হা’ বোধক হলে এর Tag সর্বদা না বোধক হবে।
৩/ প্রদত্ত বাক্যটি ‘না’ বোধক হলে এর Tag
সর্বদা হা বোধক হবে।
৪/ প্রদত্ত বাক্যের শেষে কমা বসবে।
৫/ প্রদত্ত tag question টি সর্বদা
সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
৬/ tag question এর শেষে ? চিহ্ন
দিতে হবে।
৭/ tag question এর subject সর্বদা pronoun হবে।
Rule 1: বাক্যে am, is, are was, were, have, has, had, shall, will,
should, would, may, might, must, need, dare, ought to ইত্যাদি
থাকলে tag question
এ এরা সরাসরি বসে। যেমনঃ
I have done the work, haven’t I?
I was not there, was I?
Rule2: present
indefinite tense এর না বোধক বাক্যের tag করতে
সাহায্যকারী verb হিসেবে do বা does
বসে। বাক্যটি হা বোধক হলে don’t বা
doesn’t বসে।
I eat rice, don’t I?
He goes there, doesn’t he?
Rule 3: past
indefinite tense এর না বোধক বাক্যের tag করতে
verb হিসেবে did বসে। বাক্যটি হা বোধক হলে didn’t বসে।
I played cricket, didn’t I?
I did not play, did I?
Rule 4: Imperative
বাক্যের tag করতে will you ব্যবহৃত হয়।
Point 1: imperative
বাক্য চেনার উপায়ঃ
১। বাক্যটি সর্বদা মূল verb দ্বারা শুরু হয়।
২। please, never, always, kindly, Do, Do not, politely, ইত্যাদি
দ্বারা শুরু হয়।
Always speak the truth, will you?
Never tell a lie, will you?
Rule 5: Lets বা Let us দ্বারা imperative
বাক্য শুরু হলে tag এ shall we বসে। তবে বাক্যটি যদি Let me, Let them, Let her, Let she, Let you
ইত্যাদি দ্বারা শুরু হয় তাহলে tag এ will
you বসে।
Let’s play cricket, shall we?
Let me do this, will you?
Rule 6: একটি
বাক্যে যদি একের অধিক সাহায্যকারী verb থাকে তাহলে
সর্বদা প্রথম verb এর
সাহায্যে tag করতে হবে।
I must have done the work, mustn’t I?
He can have gone, can’t he?
Rule 7: বাক্যে কিছু কিছু শব্দ না বোধক অর্থ প্রকাশ করে। এগুলো হলো Few,
little, hardly, seldom, scarcely, rarely, barely, never, none, nothing ইত্যাদি। এগুলোর tag সর্বদা না বোধক বাক্যের মত করতে
হবে।
I have a few friends, have I?
It is rarely found, isn’t it?
Rule 8: কোনো বাক্যের
শুরুতে Subject হিসেবে Nothing, something, everything, anything থাকলে
Tag এর শেষে pronoun হিসেবে it বসে।
Nothing is okay, is it?
Something is done, isn’t it?
Rule 9; বাক্যের শুরুতে Subject হিসেবে Somebody,
someone, nobody, no one, everybody everyone, all, none ইত্যাদি
থাকলে Tag এর শেষ এ They বসে এবং auxiliary
verb সর্বদা plural form এ বসে।
Everybody is coming, don’t they?
Everybody wants love, don’t they?
Rule 10: Exclamatory Sentence এর Tag
সর্বদা Assertive sentence এর নিয়মে বসে।
What a nice day it is! Isn’t it?
How beautiful the flowers are! Aren’t they?
Rule 11: যে সকল exclamatory sentence এ Subject verb কিছুই থাকেনা না বা বোঝা যায় না সে
সমস্ত sentence এর Tag করতে isn’t
it বসে।
What a pity! Isn’t it?
How odd! Isn’t it?
Rule 12: There দ্বারা কোনও বাক্য শুরু হলে tag
করতে pronoun হিসেবে there বসে।
There is a big pond, isn’t there?
Rule13: Subject যদি বস্তুবাচক বা ইতর প্রাণীবাচক এবং একবচন হয় তাহলে তার tag করতে subject এর পরিবর্তে pronoun হিসেবে it বসে। subject যদি বস্তুবাচক বা ইতর প্রাণীবাচক এবং বহুবচন হয় তাহলে তার tag করতে subject এর পরিবর্তে pronoun হিসেবে they বসে।
The book is on the table, isn’t it?
The pictures are looking very beautiful, aren’t they?
The bird is flying, isn’t it?
Birds are flying, aren’t they?
Rule 14: Adjective যখন subject হিসেবে বাক্যের শুরুতে বসে তখন তার পূর্বে
the বসে। এর tag করতে pronoun হিসেবে They বসে।
The honest are happy, aren’t they?
Rule 15: Complex
sentence এর Tag Principle clause থেকে করতে
হয়। মনে রাখতে হবে complex sentence এর যেই অংশটি আলাদা
বাক্য হিসেবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে সেটিই হলো principal clause.
Complex
sentence চেনার উপায়ঃ
বাক্যের মধ্যে as, since, when, though, although, if, so that,
so……..that, who, which, where, that, whom ইত্যাদি যুক্ত থাকবে।
If you come, I shall go, shan’t I?
He is so weak that he could not go there, could he?
Rule 16: অনেক সময় auxiliary verb subject এর সাথে সংক্ষিপ্ত
আকারে বসে। Tag এর সময় main verb টি
কোন tense এ আছে তা দেখে tag বসাতে
হবে।
I’d go, wouldn’t I?
I’d gone, hadn’t I?
I’d eat rice, wouldn’t I?
I’ve done the work, haven’t I?
I’d done the work, hadn’t I?
No comments