Transformation (simple, complex, compound)



English 2nd paper most important topic Transformation of sentence এর simple complex compund নিয়ে সবারই চিন্তা থাকে একটু বেশি। আসো এবার এই চিন্তাকে দূরে ঠেলে দিয়ে সহজে শিখে ফেলি এর basic rules গুলো...................... 

Complex to simple

Rule 1: as/since/when যুক্ত complex sentence এর দুটি clause এর subject একই হলে এবং দুটি clause এ মূল verb থাকলে simple করার নিয়মঃ
As/since/ when উঠে যায় + প্রথমে প্রথম sentence এর মূল verb এর সাথে ing যোগ করে লিখতে হবে + প্রথম clause এর মূল verb এর পরের অংশ বসে + comma (,) বসে + দ্বিতীয় clause এর subject এর জায়গায় প্রথম clause এর subject বসে + দ্বিতীয় clause এর subject এর পরের অংশ শেষ পর্যন্ত বসে।
When I met him, I gave him a pen. = Meeting him, I gave him a pen. 
Since the old man killed the bird, he brought bad luck to the crew.
= Killing the bird, the old man brought bad luck to the crew.
As I had forgotten him, I went out. = Forgetting him, I went out. 

Rule 2: as/since/when যুক্ত complex sentence এর দুটি clause এর subject ভিন্ন হলে এবং প্রথম clause এ am, is , are, was, were, have, has, had থাকলে simple করার নিয়ম:
As/since/ when উঠে যায় +প্রথমে প্রথম clause এর subject বসে + প্রথম clause এর am, is, are, was, were এর পরিবর্তে Being বসে বা have, has, had এর পরিবর্তে having বসে + প্রথম clause এর auxiliary verb এর পরের অংশ + comma (,) + দ্বিতীয় clause টি কোনো পরিবর্তন ছাড়াই সম্পূর্ণ বসে।
When the meeting was over, we went back home. = The meeting being over, we went back home.   

Rule 3: as/ since যুক্ত complex sentence এর subject দুটি এক হলে as/since যুক্ত clause টিতে শুধুমাত্র be verb (am/is/are/was/were/have/has/had) থাকলে এবং sentence এর একটি অংশ অপরটির কারণ বুঝালে simple করার নিয়মঃ
As/since এর পরিবর্তে প্রথমে because of বসে + প্রথম clause এর subject এর possessive form(my,your,his,her,their,our etc) বসে + am/is/are/was/were এর পরিবর্তে being বসে বা have/has/had এর পরিবর্তে having বসে + প্রথম sentence এর বাকি অংশ + কমা , + দ্বিতীয় clause টি কোনো পরিবর্তন ছাড়াই সম্পূর্ণ বসে।
Since he was weak, he could not work hard. = Because of his being weak, he could not work hard.
Jerry was loved by the authoress as he had integrity. = Because of having integrity, Jerry was loved by the authoress.

Rule 4: Relative pronoun (who, which, that) যুক্ত complex কে simple করার নিয়মঃ
প্রদত্ত sentence এর প্রথম থেকে relative pronoun এর পুর্ব পর্যন্ত বসে + Relative pronoun টি উঠে যায় + Relative pronoun এর পরে যে মূল verb থাকে তার present form এর সাথে ing যুক্ত হয় + বাকি অংশ বসে।
The writer lived in a cabin that belonged to the orphanage.
=The writer lived in a cabin belonging to the orphanage.                              A solar pond that absorbs heat from the sun can cook well.= A solar pond absorbing heat from the sun can cook well.  

Rule5: when যুক্ত complex sentence দ্বারা সময় বুঝালে simple করার নিয়মঃ
When এবং When এর পরের subject auxiliary verb উঠে যায় + sentence এর প্রথমে ছোট সময় বুঝালে at/in, ঋতু থাকলে তার পুর্বে in, বয়সের উল্লেখ থাকলে তার পুর্বে at the age of বসে + auxiliary verb এর পরের অংশ + কমা , + principle clause হুবহু বসে।
When দ্বারা সময় না বুঝিয়ে কাজ বুঝালে ঃ when এবং auxiliary verb উঠে যায় + when এর জায়গায় At the time of বসে + subject এর possessive form বসে + auxiliary verb এর পরের অংশ + কমা , + principle clause বসে।  
When it was daylight, I was half awakened by the sound of chopping. = At daylight, I was half awakened by the sound of chopping.  
When it is spring, the cuckoo sings. = In spring, the cuckoo sings.
When he was four, he left his village. = At the age of four, he left his village.
When I was eating, he came. = At the time of my eating, he came.   

Rule6: If যুক্ত complex sentence কে simple করার নিয়মঃ
বাক্যটি হা বোধক হলে প্রথমে if উঠে যায় ও if এর জায়গায় By বসে + প্রথম অংশের subject উঠে যায় + মূল verb এর সাথে ing যুক্ত হয় + verb এর পরের অংশ + কমা , + principal clause বসে।
বাক্যটি না বোধক হলে প্রথমে if উঠে যায় ও if এর জায়গায় without  বসে + প্রথম অংশের subject auxiliary verb উঠে যায় + মূল  verb এর সাথে ing যুক্ত হয় + verb এর পরের অংশ + কমা , + principal clause বসে।
If you work hard, you will be successful. = By working hard, , you will be successful.   
If you do not read attentively, you will fail in the exam. = Without  reading attetively, you will fail in the exam.  


Rule7:  so that যুক্ত complex sentence কে simple করার নিয়ম ঃ
প্রদত্ত sentence এর প্রথম থেকে so এর পুর্ব পর্যন্ত বসে + so থেকে may, might, can, could পর্যন্ত উঠে যায় + to বসে + বাকি অংশ বসে।
He worked hard so that he could prosper in life. = He worked hard to prosper in life

Rule8: so…………that যুক্ত complex sentence কে simple করার নিয়মঃ
প্রথমে subject + auxiliary verb + so এর জায়গায় too + so এর পরের অংশ + that এর জায়গায় to + that থেকে not পর্যন্ত উঠে যায় + বাকি অংশ বসে ।
He is so weak that he cannot walk. = He is too weak to walk.

Rule 9: Though/Although যুক্ত complex sentence কে simple করার নিয়মঃ
প্রথমে Though/ Although এর পরিবর্তে In spite of বসে + subordinate clause এর subject এর possessive form বসে + am,is,are,was,were এর পরিবর্তে being / have,has,had এর পরিবর্তে having / main verb এর present form এর সাথে ing যুক্ত হয় + subordinate clause এর বাকি অংশ + principle clause বসে।
Though he is poor, he is honest. =  In spite of his being poor he is honest.




Compound to simple

Rule 1; and যুক্ত compound sentence এর উভয় অংশের subject একই হলে এবং উভয় অংশে মূল verb থাকলে simple করার নিয়মঃ
প্রথমে প্রথম বাক্যের মূল verb এর present form এর সাথে ing যুক্ত করতে হবে + মূল verb এর পরের অংশ + and উঠে যায় এবং এর জায়গায় কমা , বসে + প্রথম বাক্যের subject বসে + and এর পরের অংশ সম্পূর্ন বসে।   
The old man killed the bird and brought bad luck to the crew. = Killing the bird, the old man brought bad luck to the crew.
He sold his old clothes and brought a new dress. = Selling his old clothes, he bought a new dress.

Rule 2: and যুক্ত compound sentence এর উভয় অংশের subject  ভিন্ন হলে এবং প্রথম sentence am,is,are,was,were.have,has,had থাকলে simple করার নিয়ম ঃ
প্রথম অংশের subject বসে + প্রথম বাক্যের am,is,are,was,were এর পরিবর্তে being বা have,has,had এর পরিবর্তে having বসে+ auxiliary verb এর পরের অংশ + and এর পরিবর্তে কমা বসে + and এর পরের অংশ সম্পূর্ণ বসে।
The meeting was over and we were going to take our lunch.= The meeting being over, we were going to take our lunch.
The sun had set and we returned home. = The sun having set, we returned home. 

Rule 3: and যুক্ত compound sentence এর উভয় অংশের subject  একই হলে এবং প্রথম sentence am,is,are,was,were.have,has,had থাকলে এবং কারণ বুঝালে simple করার নিয়ম ঃ        
প্রথম অংশের because of  বসে + প্রথম বাক্যের subject এর possessive form বসে +  প্রথম বাক্যের am,is,are,was,were এর পরিবর্তে being বা have,has,had এর পরিবর্তে having বসে বা মূল verb এর সাথে ing যোগ করতে হয় + auxiliary verb এর পরের অংশ + and এর পরিবর্তে কমা বসে + and এর পরের অংশ সম্পূর্ণ বসে।
He is ill and he cannot move. = Because of his being ill, he cannot move.
He works hard and he gets a lot of money. = Because of his working hard, he gets a lot of money.  

Rule 4: or যুক্ত compound sentence কে simple করার নিয়মঃ
প্রথমে without বসে + প্রথম sentence এর মূল verb এর সাথে ing যুক্ত হয় + verb এর পরের অংশ + or এর পরিবর্তে কমা , বসে + you বসে + auxiliary verb বসে + পরের অংশ।
Work hard or you will not prosper in life.=
Do or die. = Without doing you will die.

Rule 5: but যুক্ত compound sentence কে simple করার নিয়ম ঃ
প্রথমে In spite of বসে + প্রথম sentence এর subject এর possessive form বসে + প্রথম বাক্যের am,is,are,was,were এর পরিবর্তে being বা have,has,had এর পরিবর্তে having বসে বা মূল verb এর সাথে ing যোগ করতে হয় + auxiliary verb এর পরের অংশ + but এর পরিবর্তে কমা বসে + but এর পরের অংশ সম্পূর্ণ বসে।                                           He is ill but can run fast. =  In spite of his being ill, he can run fast.
I ran fast but could not get the train. = In spite of my running fast I could not get the train.

Rule 6: সময় নির্দেশক compound sentence কে simple করার নিয়মঃ    
সময় বাচক clause subject ও auxiliary verb উঠে যায় + auxiliary verb এর পরের অংশ and এর আগে পর্যন্ত বসে + and উঠে যায় কমা বসে + and এর পরের অংশ সম্পূর্ণ বসে।
It was 20 years ago and I was living in Paris. = 20 years ago, I was in Paris.


 Compound to complex

Rule 1: and যুক্ত compound sentence এর একটি clause যদি অন্যটির কারণ বুঝায় বা সময় নির্দেশ করে তবে তাকে complex করার নিয়ম ঃ
প্রথম sentence এর প্রথমে as/ since/ when বসে + and এর পূর্ববর্তী sentence টি বসে + and এর পরিবর্তে কমা , বসে + প্রথম sentence এর subject এর objective form বসে + and এর পরের অংশ সম্পুর্ণ বসে।
মনে রাখতে হবে; যদি sentence টি কোন কাজ করা বা কারণ বুঝায় তাহলে তার জন্য বাক্যের শুরুতে as / since বসে। আর সময় বুঝালে when বসে।
The man was weak and could not run fast. = As the man was weak, he could not run fast.
The dog lay close to him and found a comfort there. = When the dog lay close to him, he found a comfort there.

Rule 2: and যুক্ত compound sentence এর প্রথম clause টি যদি আদেশ বা কোনো শর্ত বুঝায় তাহলে complex করার নিয়ম।
প্রথমে if বসে + subject বসে + প্রদত্ত প্রথম clause টি বসে + and এর পরিবর্তে কমা বসে + and এর পরের অংশ সম্পূর্ণ বসে।
Work hard and you will shine in life. =  If you work hard, you will shine in life.

Rule 3: or যুক্ত compound sentence কে complex করার নিয়মঃ
 প্রথমে if বসে + subject বসে + প্রদত্ত প্রথম clause টি বসে + or এর পরিবর্তে কমা বসে + o এর পরের অংশ সম্পূর্ণ বসে।
Move or you will die. = If you do not move you will die.
Go out or I will punish you.=If you do not go out, I will punish you.  

Rule 4 : But যুক্ত compound sentence কে complex করার নিয়ম ঃ
প্রথমে though বসে + but এর পুর্ববর্তী sentence টি বসে + প্রথম clause এর subject এর objective form বসে + but এর পরের অংশ সম্পূর্ণ বসে।  
He ran fast but could not get the train. =  Though he ran fast, he could not get the train.

No comments

Powered by Blogger.