The basic rules of narration
@ Narration basic rules :
# direct narration কে indirect narration এ রূপান্তর করার মৌলিক বৈশিষ্ট্যঃ
i) Direct থেকে indirect
করার সময় tense ও person
এর পরিবর্তন হতে পারে।
ii) Reporting verb ও Reported speech এর মাঝে that/to/if বসবে। মনে রাখতে হবে invert comma’র বাহিরের অংশ হলো Reporting verb এবং ভেতরের অংশটি হলো Reported speech.
iii) নৈকট্যবাচক
শব্দকে দুরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে।
Direct
|
Indirect
|
Direct
|
Indirect
|
This
|
That
|
Ago
|
Before
|
these
|
Those
|
Come
|
Go
|
Here
|
There
|
Thus
|
So
|
Today
|
That
day
|
Hence
|
Thence
|
Tomorrow
|
The
next day/
the
following day
|
Hither
|
Thither
|
Yeaster
day
|
The
previous day/
the day before
|
Last
month
|
The
previous month/ the month before
|
Next
week
|
The
following week
|
Last
night
|
The
previous night
|
iv) Direct থেকে
indirect করার সময় say to/says to এর জায়গায়
tell/tells বসে said to এর জায়গায় told
বসে।
* Person
পরিবর্তনের নিয়মঃ
1. Direct narration এর reported speech এর subject যদি first person (I/we) হয় তাহলে indirect করার সময় Reporting verb এর subject এর person কে অনুসরণ করতে হবে।
He said to me, “I am ill”.
=He told me that he was ill.
2. Direct narration এর reported speech এর subject যদি Second person (you) হয় তাহলে indirect করার সময় reporting verb এর object এর person কে অনুসরণ করতে হবে।
He said to me, “You are ill.”
=He told me that I was ill.
3. Reporting speech এর subject যদি third person হয়
তাহলে কাউকে অনুসরণ করবে না অর্থাৎ person এর কোন পরিবর্তন
হবে না।
He said to me, “they are honest”.
=He told me that they were honest.
*Tense
পরিবর্তনের নিয়মঃ
1. Direct narration এর Reporting verb যদি present বা future tense এ থাকে তাহলে indirect করার সময় Reporting speech এর tense এর কোন পরিবর্তন হবে না। কেবল person এর পরিবর্তন
হয়।
He says to me, “I am doing my
works.”
=He
tells me that he is doing his work.
2. Direct Narration এর reporting verb যদি Past tense হয় তাহলে indirect করার সময় Reported speech এর verb পরিবর্তন হয়ে Corresponding Past tense(অনুরূপ past
tense) হবে।
নিচে কিছু corresponding Past tense দেওয়া হলোঃ
Direct
|
Indirect (corresponding past)
|
Present
indefinite tense
|
past indefenite tense
|
Present
continuous
|
past continuous
|
Present
perfect
|
past perfect
|
persent
perfect continuous
|
past
perfect continuous
|
Past
indefinite
|
Past
perfect
|
Past
continuous
|
Past
Perfect continuous
|
# past perfect এবং past perfect continuous Tense
এর কোনো পরিবর্তন হবে না।
He said to me, “I ate rice.”
=He told me that he had
eaten rice.
*Tense
পরিবর্তনের নিয়মঃ
3. Direct narration এর reporting verb past tense হয় এবং reported
speech এ যদি can, may, shall, will থাকে
তাহলে indirect করার সময় নিম্নভাবে পরিবর্তন হয়ঃ
Direct
|
Indirect
|
Can
|
Could
|
May
|
Might
|
Shall
|
Should
|
Will
|
would
|
He said to us, “I shall do the work
today.”
=He told us that he sould do the
work that day.
4. Direct narration এর reporting verb past tense হয় এবং reported
speech এ যদি could, would, might, should থাকে
তাহলে indirect করার সময় কোন পরিবর্তন হবে না।
They said to us, “We could finish
the work.”
=They told us that they could finish
the work.
5. Direct narration এর reporting
verb past tense হয় এবং reported speech দ্বারা
universal truth (চিরন্তন সত্য) বুঝায় তাহলে
indirect করার সময় reported speech এর tense
এর কোন পরিবর্তন হবে না।
He said to me, “Allah is one.”
=He told me that Allah is one .
*Must
এর পরিবর্তনঃ
1. direct narration এর
reported speech এ যদি must থাকে তাহলে
indirect করার সময় must- had to তে
পরিবর্তিত হবে।
He said to me, “I must go there.”
=He told me that he had to go there.
No comments