Rules of narration according to sentences...


Narration


Rules of narration according to sentences:

Assertive sentence:

Rule1: Assertive sentence কে indirect narration এ রূপান্তরের নিয়মঃ
Subject + (say/tell)/ (said/told) + object (যদি থাকে) + that + inverted comma উঠে যাবে+ reported speech এর subject + verb + বাকি অংশ ।
He said, “I am reading a book.”=
They say to me, “We are so weak.”=

Interrogative sentence: 
Interrogative sentence এর ক্ষেত্রে নিচের পরিবর্তন সমূহ লক্ষ করা যায়ঃ
1. Reporting verb টির say/said ইত্যাদি ask/asked/enquire of/enquired of এ পরিবর্তন হয়।
2. Reported speech যদি auxiliary verb দ্বারা আরম্ভ হয় অর্থাৎ সংক্ষেপে Yes অথবা no উত্তর দেওয়া যায় তাহলে reported speech এর পূর্বে that না বসিয়ে if/whether বসাতে হয়।
3. Sentence টিকে Interrogative এর পরিবর্তে assertive এ পরিবর্তন করতে হয়।
Rule1: Interrogative sentence কে indirect narration এ রূপান্তরের নিয়মঃ
Subject + ask/asked/enquire of/enquired of + object (যদি থাকে) + if/whether + inverted comma উঠে যাবে + reported speech এর subject + verb + বাকি অংশ ।
Meraj said to Ullas, “Will you go to school?”=
Rule 2: Reported speech যদি Interrogative pronoun (who, which, whom, whose, what) বা Interrogative adverb (why, when, how, where) দ্বারা আরম্ভ হয় তাহলে if/whether বসে না বরং ঐ Interrogative pronoun বা Interrogative adverb টি বসে। এক্ষেত্রে indirect করার নিয়মঃ
Subject + ask/asked + object (যদি থাকে) + Interrogative pronoun/Interrogative adverb + inverted comma উঠে যাবে + reported speech এর subject + verb + বাকি অংশ
A man said to his mother, “What are you doing?”=

Imperative Sentence:

Rule1: Imparative sentence কে indirect narration এ রূপান্তরের নিয়মঃ  
Subject + request/requested/advise/advised/order/ordered/tell/told + object(যদি থাকে) + to+ inverted comma উঠে যাবে+ reported speech এর মূল verb শেষ পর্যন্ত বসে।
He said to me, “Please give me a glass of water.” =
Teacher said to the students, “Always speak the truth.” =

# Imperative sentence টি যদি negative হলে indirect করার নিয়মঃ
Subject + request/requested/advise/advised/order/ordered/tell/told + +object(যদি থাকে) + not + to + inverted comma উঠে যাবে+ reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
The techer said to the students, “Never tell a lie.” =

Rule 2: Let দ্বারা imperative sentence শুরু হলে indirect করার নিয়মঃ
Subject + propose/proposed + that + let উঠে যাবে + they/we/he/she/I/you+ should + যাবে+ reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
He said to me, “ Let me do the work.”=
# let দ্বারা প্রস্তাব অর্থ না বুঝালে Reporting verb এর পরিবর্তন হয় না; Inverted comma উঠে that বসে + reporting verb এর subject পুনরায় বসে + might + Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Joy said, “Let him say whatever he likes.” =

Optative sentence:

Rule1: Optative sentence কে indirect narration এ রূপান্তরের নিয়মঃ  
subject + wish/pray/wished/prayed + that + Reported speech এর subject + might + মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Mother said to me, “May you live long.” =

Exclamatory sentence:

Rule1: Exclamatory sentence কে indirect narration এ রূপান্তরের নিয়মঃ  
subject + exclaim/exclaimed with joy/ exclaimed with sorrow + that + Reported speech এর subject + verb + very/great + adjective + বাকি অংশ ( যদি থাকে )
মনে রাখতে হবে; Reported speech How/ What দ্বারা শুরু না হলে very/great বসাতে হয় না।
He said, “What a nice village it is!”=







No comments

Powered by Blogger.