rules of connectors
Connectors
Rule 1: কোন ঘটনার ক্রম অর্থাৎ কোন ঘটনা
প্রথমে বা পরে ঘটেছে এরকম বোঝাতে বা কোন কাজের ধারাবাহিকতা বুঝালে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়।
১। প্রথমে বোঝালেঃ First, firstly, at first, in the first place, in the beginning,
at the beginning. Etc
২। দ্বিতীয় বোঝালেঃ second, secondly, এরকম third,
thirdly, fourth, fourthly, fifth, fifthly etc ক্রমানুসারে ব্যবহৃত
হয়।
৩। মাঝখানে বোঝালেঃ in between, between, in the middle of
৪। শেষ এ বুঝালেঃ at last, in the end, at the end, finally, lastly, in
conclusion(উপসংহার) .
৫। পরবর্তি বোঝালেঃ next, after, after that, then
Rule2: কোন অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়।
১। কারণপূর্বকঃ in addition to(ছাড়াও), moreover(অধিকন্তু) , besides(ব্যতীত)
due to, sicnce,
২। কারণ ব্যতিতঃ by the way, by the by
৩। একজনের দুটি গুণ বা দোষ বুঝাতেঃ Not only(কেবল নয়), But also(এছাড়াও).
Rule 3: কোন কিছুর উদাহরণ প্রদান করতে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়ঃ
For example, such as, like.
Rule4: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তর মধ্যে অমিলসূচক বা বৈসাদৃশ্যমূলক তুলনা
বোঝালে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়ঃ instead(পরিবর্তে), on the contrary(বিপরীতে), on the other hand(অপর দিকে),
rather(বরং) .
Rule5 : দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তর মধ্যে মিলসূচক বা সাদৃশ্যমূলক তুলনা
বোঝালে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়ঃ more, most, as,
in the same way(একিভাবে), least(অত্যন্ত), similarly, as well as.
Rule6: অপ্রত্যাশিত কোন ঘটনা যা না চাইতেই ঘটে গেছে বা
আশ্চর্যমূলক কোন কিছু নির্দেশ করতে নিম্ন লিখিত link words ব্যবহৃত
হয়ঃ
Anyhow(যে কোন উপায়ে), anyway, however(যাই হোক না কেন),
still(এখনও), though(যদিও), yet,(এখনো) in spite of that, after all(সর্বোপরি), in
fact(আসলে) .
Rule 7: কোন জায়গা
কিংবা স্থান নির্দেশ করতে নিম্ন লিখিত link words ব্যবহৃত
হয়ঃ
Here, there, where
Rule 8: কোন একক(unit) এর উপসংহার অথবা যেকোন বিষয়কে এক কথায়
প্রকাশের ক্ষেত্রে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়ঃ
In brief(সংক্ষেপে), in all, in short, on the whole, as a whole, in a word(এক
কথায়) .
Rule 9 : কোন বাক্যে
কোন কিছু প্রয়োগের মাধ্যমে ঘটে যাওয়া ঘটনা কিংবা কোন ঘটনার ব্যাখ্যা প্রদানের
ক্ষেত্রে নিম্ন লিখিত link words ব্যবহৃত হয়ঃ
In other words, as follows(নিম্নরূপ), for example, including(সহ), such as,
especially, particularly, mainly, mostly
Rule10: কোন ঘটনা থেকে উত্তরণ অথবা কোন কিছুকে মূল্য দিয়ে উন্নতি সাধন কর বা হঠাৎ
ভুল করা কোন ঘটনার উল্লেখ থাকলে নিম্ন লিখিত link words ব্যবহৃত
হয়ঃ
With respect to, with regard to, regarding(বিবেচ্য), incidentally(প্রসঙ্গক্রমে),
in order to, eventually(অবশেষে), unfortunately(দুর্ভাগ্যবশত)
Rule 11: পুর্বে যা ঘটেছে তার ফলশ্রুতিতে যা হয়েছে তা নির্দেশ করতে নিম্ন লিখিত link
words ব্যবহৃত হয়ঃ
So, therefore(অতএব), as a result, hence(অতঃপর), thus(এইভাবে)
(connectors এ ভালো করতে হলে sentence এর meaning বোঝা অত্যন্ত জরুরী। তাই বেশি বেশি practice এর মাধ্যমে connectors আয়ত্ত করতে হবে)
No comments